Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পাংশায় প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাংশায় প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

March 25, 2023 09:29:28 PM   দেশজুড়ে ডেস্ক
পাংশায় প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ী পাংশার হাবাসপুর পদ্মা নদীর চর থেকে আফজাল খাঁ (১৪) নামে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে চরে বালুর খাদ থেকে এ লাশ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ। নিহত আফজাল কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কায়াম খাঁর ছেলে।

জানা যায়, গত ২৩ মার্চ সকালে বাড়ী থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি সে। অনেক খোজা খুজির পরে ২৪ মার্চ সন্ধার পর পদ্মার চরে বালুর খাদে উলঙ্গ অবস্থায় একটি লাশ পরে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে আফজালকে সনাক্ত করে তার পরিবার।

অপর এক সূত্রে জানা যায়, ২৩ মার্চ সে কোন এক সড়ক দূর্ঘটনায় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়। এরপর কোন এক ফাঁকে সে তার কাছ থেকেও পালিয়ে যায়। 
এ ঘটনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে এটাকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলতে পারবো। তবে সে মানষীক প্রতিবন্ধি ছিলো। মাঝে মধ্যেই নিজের পড়নের পোশাক নিজেই খুলে ফেলে দিত এবং এর আগেও কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যাবার মত ঘটনা ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি।