Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পাংশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেণ্টের ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

পাংশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেণ্টের ফাইনাল অনুষ্ঠিত

June 14, 2023 07:25:28 PM   উপজেলা প্রতিনিধি
পাংশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেণ্টের ফাইনাল অনুষ্ঠিত

আকাশ মাহমুদ:
রাজবাড়ীর পাংশায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টূর্নামেণ্টে বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৩ ফাইনাল খেলাটি বুধবার বিকেল ৫ টায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ খেলায় যশাই ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহন করেন।

পাংশা ক্রিড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়।  ট্রাইবেকারে ১/৪ গোলের ব্যাবধানে বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে। মনোমুগ্ধকর এ খেলায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চাম্পিয়ন ট্রফি তুলে দেন  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার রতন কুমার ঘোষ, জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির,যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদত হোসেন প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা ক্রিড়া সংস্থার বিভিন্ন ব্যাক্তিগর্গ।