Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পাংশায় ডিসি-এসপি'র মন্দির পরিদর্শন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাংশায় ডিসি-এসপি'র মন্দির পরিদর্শন

October 04, 2022 06:14:19 AM  
পাংশায় ডিসি-এসপি'র মন্দির পরিদর্শন

পাংশা সংবাদদাতা, রাজবাড়ী:
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) রাজবাড়ীর পাংশায় ভাই ভাই সংঘসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান সহ জেলা ও উপজেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারগন।

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর মেয়র ওয়াজেদ আলী, প্রেসক্লাব সভাপতিএস এম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির। এছাড়াও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ হিন্দু সপ্রদায়ের নেতা সহকর্মী ভক্ত বৃন্দগণ।

পাংশা উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

এতে সকলকে দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে শান্তি শৃঙ্খলা সমুন্নত রেখে উৎসব পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, জেলা প্রশাসক আবু কায়ছার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, পৌর মেয়র ওয়াজেদ আলী প্রমুখ।