
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা:
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামপুরে ইসলামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বি-তল ভবন এবং জগতবের ইউনিয়নে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।
শনিবার সকাল ১১টায় ইসলামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি মোতাহার হোসেন এমপি উপস্থিত হওয়ার সাথে সাথেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উষ্ণ অভ্যর্থনায় ও দলীয় নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে স্কুল প্রাঙ্গণ।
প্রধান অতিথির বক্তৃতায় মোতাহার হোসেন এমপি বলেন, জাতীকে উন্নত করতে শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই দেশে আজ এত উন্নয়ন। আপনারা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নীলু, পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, পাটগ্রাম উপজেলা এলজিইডি কর্মকর্তা মাহবুব উল আলম ও ঠিকাদার জাহেদুল ইসলাম সোহেলসহ দলীয় নেতৃবৃন্দ।