
আশুলিয়া সংবাদদাতা, ঢাকা:
আশুলিয়া থানায় ৯২টি পূজা মন্ডপে চলছে শারদীয় দূর্গা উৎসব। তার মধ্যে পাথালিয়া ইউনিয়নে ২৭ টি পূজ মণ্ডপ। পাথালিয়া ১ নং ওয়ার্ডের রামারবাগ এলাকায় একটি অস্থায়ী মন্দিরে প্রায় একশ পরিবার অস্থায়ীভাবে পূজা উদযাপন করে আসতেছে অনেক বছর যাবত ।
পাথালিয়া ১ নং ওয়ার্ড রামারবাগ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী জীবন চন্দ্র সরকার বলেন, প্রধানমন্ত্রী আমাদের যেন স্থায়ীভাবে একটি মন্দির করে আমাদেরকে পূজা উদযাপনের ব্যবস্থা করে দেন। পূজারীরা জানান আমরা এক এক বছর এক এক স্থানে পূজা উদযাপন করে যাচ্ছি। আমরা অনিশ্চয়তার মধ্যে পূজা উদযাপন করে যাচ্ছি আমাদের এই আনন্দটুকু আরো উৎসাহিত হতো যদি আমরা একটা স্থায়ী মন্দির পেতাম।
তিনি আরো বলেন, আমরা স্থানীয় জন প্রতিনিধিদের কাছে বারবার দাবি করে স্থায়ী মন্দিরের কোন সমাধান পাইনি।
পাথালিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমি নির্বাচিত হওয়ার পর আমার কাছে আসছে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের একটি স্থায়ী মন্দির করে দেয়ার জন্য।