Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / পাল্টা আক্রমণে পুনরুদ্ধার করা শহর পরিদর্শন করলেন জেলেনস্কি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাল্টা আক্রমণে পুনরুদ্ধার করা শহর পরিদর্শন করলেন জেলেনস্কি

September 15, 2022 10:16:42 PM   আন্তর্জাতিক ডেস্ক
পাল্টা আক্রমণে পুনরুদ্ধার করা শহর পরিদর্শন করলেন জেলেনস্কি

পাল্টা আক্রমণ চালিয়ে রুশ সৈন্যদের কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিয়াম শহর পরিদর্শন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় ইজিয়াম শহরটি রসদ সরবরাহের হাব হিসেবে ব্যবহার করতো রাশিয়া।
বিবিসি জানিয়েছে, শহরটি পরিদর্শনে গিয়ে ইউক্রেনীয় সৈন্যদের ধন্যবাদ দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিয়ে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের পতাকা দেশের প্রতিটি শহর ও গ্রামে ফিরে আসবে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন পূর্ব দনবাস অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করছেন।   
জেলেনস্কির দাবি, এরই মধ্যে তার দেশের সৈন্যরা খারকিভ অঞ্চলের আট হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। তবে তার সেই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দাবি করেছেন, যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ইউক্রেনের।