Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে বিএমইউজের আয়োজনে সাংবাদিক শাহজালাল রতনের স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

ফেনীতে বিএমইউজের আয়োজনে সাংবাদিক শাহজালাল রতনের স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল

February 15, 2024 01:34:57 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে বিএমইউজের আয়োজনে সাংবাদিক শাহজালাল রতনের স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল

ফেনী প্রতিনিধি:
ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মরহুম সাংবাদিক শাহজালাল রতন (২মার্চ-১৯৫৫-২৫ জানুয়ারী-২০২৪) এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফেনীর জম জম টাওয়ার কনফারেন্স রুমে ফেনী মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির সভাপতি এম এ সাঈদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ-সভাপতি এমএ দেওয়ানী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রোজেন, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা, নির্বাহী সদস্য আলাউদ্দিন সবুজ ও আনোয়ার হোসেন, সহযোগী সদস্য ফখরুল ইসলাম ও আবু জাফর আহমেদ হৃদয় প্রমুখ।

বিএমইউজে ফেনীর সভাপতি বলেন, সাংবাদিক শাহ জালাল রতনের মৃত্যুতে ফেনীর সাংবাদিকতায় যে শূন্যতা সৃষ্টি হলো- তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি শুধুমাত্র একজন সাংবাদিকতার আলোকবর্তিকা হিসেবে কাজ করে গেছেন। পেশাদার সাংবাদিক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে ও মর্যাদা রক্ষায় সোচ্চার ছিলেন।

বিএমইউজে ফেনীর সাধারণ সম্পাদক বলেন, মরহুম সাংবাদিক শাহ জালাল রতন ছিলেন  ফেনী প্রেসক্লাবের  সাবেক সভাপতি ও দৈনিক সু-প্রভাত ফেনী এর সম্পাদক,  ১৯৮৪ সাল থেকে  দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর ও সর্বশেষ দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত ছিলেন।

প্রবীণ সাংবাদিক শাহ জালাল রতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়েও সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন। মহান স্বাধীনতা উত্তর সময়ে  তৎকালীন দৈনিক বাংলা জেলা প্রতিনিধি হিসেবে ফেনীর পত্রিকা জগতে পর্দাপনের মাধ্যমে সাংবাদিকতা পেশায় আগমন। আলোচনা সভা শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনী জেলা কমিটির পক্ষ থেকে মরহুম সাংবাদিক শাহ জালাল রতনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য গত ২৫ জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮ টায়   কুমিল্লার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মরহুম এই সাংবাদিক শেষ নিশ্বাস ত্যাগ করেন।