
আনোয়ার হোসেন:
ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কতৃক স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ টায় ফেনী ফাইভ স্টার চাইনিজ রেষ্টুরেন্টে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনী জেলা কমিটির সভাপতি এমএ সাঈদ খাঁন। সহ-সভাপতি এমএ দেওয়ানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ-সভাপতি কবি ইসহাক মজুমদার, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি আলতাব হোসেন মোমিন, বিএমইউজে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম রহমান দুলাল, কোষাধক্ষ্য ওবায়দুল হক, সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন পাটোয়ারী, মহিলা বিষয়ক সম্পাদিক রেহানা আলম মিতু, ধর্মীয় সম্পাদক জাফর ইমাম রতন, সাংস্কৃতি সম্পাদক আলা উদ্দীন সবুজ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রোজেন, সদস্য আনোয়ার হোসেন, সদস্য গিয়াস উদ্দিন মামুন, ডা: কামাল, মানবাধিকার নেতা এম এ আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে পবিত্র কোরআন পাঠ ও দোয়ার মধ্যদিয়ে আলোচনা শুরু হয়। বক্তারা বলেন, বাংলাদেশকে অকার্যকর করতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে দেশকে পঙ্গু ও কলংকিত করেছে। দেশে এই ধরনের নিষ্ঠুর হত্যাকান্ডের নিন্দা জানান। বঙ্গবন্ধু কোন দলের লোক নয়। বঙ্গবন্ধু সকল দেশের সকল মানুষের নেতা। আলোচনা সভা শেষে ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।