Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা, গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা, গ্রেফতার ২

July 15, 2023 04:43:28 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা, গ্রেফতার ২

ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার রাতে সোনাগাজী  থানায় অজ্ঞাত ৩ জনসহ পাঁচ জনকে আসামি এ মামলা রুজু করা হয়। এ ঘটনায় আহত দুইজনকে চিৎিসাধীন অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃরা হলেন- সোনাগাজীর বগাদানা ইউনিয়ন আড়াইকাম গ্রামের ছমাদ আলী ভূইয়া বাড়ির রুহুল আমিনের ছেলে আবদুল আজিজ (২১) ও একই ইউনিয়নের সমপুরের আলাউদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নােমান (১৯)।

এরআগে গত বৃহস্পতিবার রাতে সোনাগাজী  উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আসামিরা বােমা তৈরি, কিংবা তৈরিকৃত বােমা নাড়াচাড়ার সময় বিস্ফোরণ হয়।

এ ব্যাপারে শনিবার ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন। সংবাদ সম্মেলনে সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও পুলিশের তথ্য মতে, গ্রেফতারকৃত আবদুল্লাহ আল নােমান (১৯) সোনাগাজী থানাধীন বক্তারমুন্সী স্কুল থেকে এবারে এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রায় সময় তার নানা বাড়ি ছামাদ আলী ভূঁইয়ার বাড়িতে থাকতো। গ্রেফতারকৃত অপর আসামী আবদুল আজিজ (২১) ওসমানিয়া তাকিয়া বাজার মাদ্রাসার ছাত্র। এক পর্যায়ে আজিজ ও নােমানের মধ্যে  বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে প্রায় সময় তারাসহ আরও কয়েকজন নােমানের নানার বাড়িতে আসা-যাওয়া করত। ঘটনার দিন একটি বোমা নারাচারা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আবদুল আজিজ (২১) এর বোমা বিস্ফোরণের আওয়াজে ডান কানে আঘাতপ্রাপ্ত হয় এবং আবদুল্লাহ আল নোমান (১৯) এর বাম হাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। অভিযুক্ত অন্যরা ঘটনাস্থল হইতে পালিয়ে যায়।

মামলার এজাহারে বলা হয়, রাতে বন্ধু আবদুল আজিজের ঘরে বসে ইউটিউব দেখে হাতবোমা তৈরি করছিলেন নোমান। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরণ হলে নোমানের বাম হাতের কবজি উড়ে যায়।

এদিকে এ ঘটনায় গুরুতর আহত আবদুল্লাহ আল নোমান গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর আবদুল আজিজকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, মামলাটি তদন্ত চলছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সাথে তাদের তিনজনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। কি উদ্দেশে এবং কেন বোমার মজুদ করা হচ্ছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।