Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে গভীর রাতে সাংবাদিক সুজনের ওপর সন্ত্রাসী হামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে গভীর রাতে সাংবাদিক সুজনের ওপর সন্ত্রাসী হামলা

May 01, 2025 07:20:48 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে গভীর রাতে সাংবাদিক সুজনের ওপর সন্ত্রাসী হামলা

ফেনী সদর উপজেলার পূর্ব সিলোনিয়ায় গভীর রাতে এক সাংবাদিকের উপর বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ মে) রাত ১২টার দিকে পূর্ব সিলোনিয়ায় নিজ বাড়িতে এ হামলার শিকার হন তিনি। আহত সাংবাদিক এসএম সুজন দৈনিক দেশেরপত্রের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছে। এছাড়াও তিনি হেযবুত তাওহীদের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, সাত-আটজন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক সুজনের ঘরে অনধিকার প্রবেশ করে তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় এসএম সুজনকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার নাকে চারটি সেলাই দেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। হামলায় তার হাত ও পায়ের বিভিন্ন অংশেও জখম হয়।

ঘটনার পর ফেনী মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক বোগদাদিয়া পুলিশ ফাঁড়িকে তদন্তের নির্দেশ দেন।

আহত এস এম সুজন বলেন, “পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা। তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও এ ঘটনায় হেযবুত তাওহীদ ফেনী জেলা সভাপতি নূরুল আফসার সোহাগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।