Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীর সোনাগাজী ও মিরসরাইয়ে তরমুজের বাম্পার ফলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীর সোনাগাজী ও মিরসরাইয়ে তরমুজের বাম্পার ফলন

March 18, 2023 06:35:44 PM   দেশজুড়ে ডেস্ক
ফেনীর সোনাগাজী ও মিরসরাইয়ে তরমুজের বাম্পার ফলন

ফেনী সংবাদদাতা:
বিস্তীর্ণ মাঠ ও চর জুড়ে তরমুজের সমরাহ। ফেনীর সোনাগাজী রসালো তরমুজ খুবই সুস্বাদু ও মাইট্যা যুক্ত। দুই উপজেলায় বিপুল পরিমাণে তরমুজের চাষ করা হয়েছে এবছর। ফলনকারীরা গতবারের নয় এবারও দ্বিগুণ  লাভ গড়ে তুলতে পারবে বলে আশা করা হচ্ছে।

জানা যায়, সোনাগাজীতে চতুর্থ বারের মত আবাদ হয়েছে তরমুজের, এখানকার তরমুজ বেশ সুস্বাদু হওয়ায় এবং গত তিন বছর বাম্পার ফলন  হওয়ায় চাষাবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে। বাজারেও তৈরি হয়েছে ব্যাপক চাহিদা। সোনাগাজীর নবাবপুর, চর চান্দিয়া, সোনাপুর, মুছাপুর, আমরাবাদ, রসালো যুক্ত তরমুজের চাষ হয়েছে। গত ৩ বছর যাবত তরমুজ চাষে বিনিয়োগ  করে ফলনকারীরা প্রায় বিনিয়োগের  দ্বিগুণ লাভ ঘরে তুলেছে এবার ও তার ব্যতিক্রম হবে না।

নতুন করে আরো ফলনকারী এবার এ ব্যবসা সম্পৃক্ত হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এরই মধ্যে  সোনাগাজী তরমুজ  যেতে শুরু হয়েছে। সোনাগাজী কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। মিরসরাই সাগর জেগে উঠা চরে 
ব্যাপক তরমুজ চাষ হয়েছে।

কৃষি কর্মকর্তা জানান, বৃষ্টি হলে আরো ভালো ফলন হতো। অন্যান্য রবি ফসল থেকে তরমুজ চাষে ফলন ভালো ও লাভবান হয় কৃষকরা তাই আগ্রহ বেড়েছে কৃষকদের।