
আল্লাহর সংঘটিত মোজেজার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় ফরিদপুর জেলা কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা সভাপতি রেজাউল করীম, সহ সভাপতি আমীর জিহাদ মোল্লা, সদর থানা সভাপতি জাকির হোসেন আজাদ, নিরাপত্তা সম্পাদক মাহিদুল ইসলাম মৃদুল, আইন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য শাহাবুদ্দিন লিটনসহ হেযবুত তওহীদের ফরিদপুর শাখার সদস্যবৃন্দ।
প্রধান অতিথি শফিকুল আলম উখবাহ তার বক্তব্যে, ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি সংঘটিত আল্লাহর মোজেজার ১৭ বছর পূর্তির গুরুত্ব তুলে ধরেন এবং হেযবুত তওহীদ প্রতিষ্ঠার জন্য সকলকে একযোগভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “১৭ বছর আগে এই দিনে আল্লাহ তায়ালা এমামুজ্জামান এর মাধ্যমে ৮টি মোজেজা প্রকাশ করেছেন, যা আজও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে হেযবুত তওহীদের সত্যায়ন হয়েছে তথা হেযবুত তওহীদ দিয়ে আল্লাহর দ্বীন বিশ্বময় প্রতিষ্ঠিত হবে।”