Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / ফেসবুক, ইউটিউবের ব্যাপারে বুধবার সকালে সিদ্ধান্ত জানাবে সরকার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেসবুক, ইউটিউবের ব্যাপারে বুধবার সকালে সিদ্ধান্ত জানাবে সরকার

July 30, 2024 08:08:52 PM   অনলাইন ডেস্ক
ফেসবুক, ইউটিউবের ব্যাপারে বুধবার সকালে সিদ্ধান্ত জানাবে সরকার

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, ফেসবুক, ইউটিউব কবে খোলা হবে, তা বুধবার সকালে তিনি জানাতে পারবেন।

মঙ্গলবার সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''এই বিষয়ে আমি আগামীকাল সকাল ১১টার পরে জানাতে পারবো। আমরা টিকটক, ইউটিউব ও ফেসবুককে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি দিয়েছিলাম। টিকটক আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে জবাব দিয়েছে যে, তারা উপস্থিত হয়ে ব্যাখ্যা করবে। যেহেতু আগামীকাল এই তিনটি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি দিয়েছি। এখন পর্যন্ত ফেসবুক ও ইউটিউব, আমার জানামতে এখনো তারা বিটিআরসিকে কোন উত্তর দেয়নি।''

তিনি বলেন, ''আগামীকাল যেহেতু সকালে এই তিনটা প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দেয়ার জন্য চিঠি দিয়েছি, ফলে আগামীকাল সকাল ১১টার পরে যদি আমরা তাদের ব্যাখ্যা পাই, সেটা বিশ্লেষণ করে, আর যদি ব্যাখ্যা নাও পাই, তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে পারবো।''

বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা শুরু হলে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছিল। পরবর্তীতে ইন্টারনেট চালু হলেও সামাজিক মাধ্যমগুলো বন্ধ রয়েছে।