Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

November 06, 2023 07:14:05 PM   উপজেলা প্রতিনিধি
বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে আপন বড় ভাই। সোমবার ৬ (নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলুভী বাড়িতে ঘটে এই ঘটনা।

নিহতের নাম মো. রুহুল আমিন(৪৭)। তিনি স্থানীয়ভাবে জমিজমা মাপার কাজ করতেন। তাঁর পিতার নাম মো. হাফেজ মৌলভী।

স্থানীয়রা জানান, রুহুল আমিনের সাথে বড় ভাই রেজাউল করিমের (৫২) সাথে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার দিন দুপুরে দুই ভাইয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে উভয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরকে দা দিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় রেজাউল করিমও গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শুরুর আগেই মৃত্যুবরন করেন রুহুল আমিন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।