Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বিএমইউজে ফেনী জেলা কমিটি অনুমোদন: সভাপতি কামাল, সম্পাদক আফতাব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিএমইউজে ফেনী জেলা কমিটি অনুমোদন: সভাপতি কামাল, সম্পাদক আফতাব

May 08, 2025 08:51:04 PM   জেলা প্রতিনিধি
বিএমইউজে ফেনী জেলা কমিটি অনুমোদন: সভাপতি কামাল, সম্পাদক আফতাব

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির তৃতীয় মেয়াদ ২০২৫-২০২৬ সালের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে ফেনীর গৌরব সম্পাদক ও বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি এবং অবিভক্ত ফেনী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. কামাল উদ্দিন ভূঁইয়াকে সভাপতি এবং দৈনিক বঙ্গ সংবাদ ও ডেইলি বিজনেস মিরর পত্রিকার জেলা প্রতিনিধি আফতাব হোসেন মমিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক ইত্তেফাক ও ফেনীর সময় পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ শেখ কামাল এবং দৈনিক সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গির। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া পয়গাম প্রতিনিধি কাজী নুরুল আলম নিলু এবং দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি মো. আতিকুর রহমান রোজেন। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন দৈনিক দেশের পত্র প্রতিনিধি আনোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন দৈনিক স্বদেশ বিচিত্রা ও রাজধানী টিভির প্রতিনিধি আলাউদ্দিন সবুজ। দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ কণ্ঠের মো. গাজীউল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক নিখাদ খবরের প্রতিনিধি আবদুল আজিজ সায়েম এবং ধর্মীয় সম্পাদক দৈনিক নতুন আলো প্রতিদিন পত্রিকার প্রতিনিধি নুরুল আলম মহব্বত। ক্রীড়া ও সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক গণতদন্ত প্রতিনিধি মো. মিজানুর রহমান (পলাশ)। প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক আমার ফেনী প্রতিনিধি কামরুল হাসান নিরব এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্যকথার প্রতিনিধি শহিদুল ইসলাম তোতা।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া (দৈনিক মুক্ত খবর ও ডেইলি স্টেট), জাকির হোসেন সাহেদ (সম্পাদক, সাপ্তাহিক ফেনীর তালাশ), সাহেদ চৌধুরী (দৈনিক নবচেতনা), এম এ দেওয়ানী (বার্তা বিচিত্রা ও মুক্ত খবর), মিজানুর রহমান (দৈনিক তরুণ কণ্ঠ), ইয়াসিন আরাফাত মজুমদার (দৈনিক গণকষ্ঠ ও আজকের বসুন্ধরা), ওমর ফারুক ভূঁইয়া (সাপ্তাহিক ফেনীর শক্তি ও গণকণ্ঠ), মো. ইসমাইল (দৈনিক লাখো কণ্ঠ), ফারুক সবুজ (দৈনিক দেশ প্রতিদিন), নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ), আবু জাফর আহমেদ হৃদয় (দৈনিক কালের সমাজ), আবদুল কাইয়ুম নিশান (ডেইলি স্টেট), দিদার মজুমদার (দৈনিক আলোর বার্তা), মহি উদ্দিন মহি (দৈনিক বাংলার দূত ও স্বদেশ কণ্ঠ), জহিরুল ইসলাম আদনান (গণকণ্ঠ), এবং জাফর ঈমাম রতন (দৈনিক বাংলা ধারা)।

সহযোগী সদস্য হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম মিতুল চৌধুরী (সংগ্রাম প্রতিদিন), মো. শাহাদাত হোসেন (দেশ প্রতিদিন), তাজুল ইসলাম (সাপ্তাহিক বৈশাখী বাণী), সাহারুল্লাহ বাহার (দৈনিক স্বদেশ বিচিত্রা), রফিক আলী (দৈনিক বর্তমান কথা) এবং কাজী ওয়াজের আহমেদ (বঙ্গ সংবাদ) প্রমুখ।