Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বিএমপি'র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিএমপি'র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা

September 19, 2023 08:38:57 PM   উপজেলা প্রতিনিধি
বিএমপি'র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা

বরিশাল মেট্রো পলিটন-বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিপিএম-বারের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের  চলমান উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রকল্প, পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের সাথে আলোচনা করেন পুলিশ কমিশনার বিএমপি। আলোচনা কালে তিনি প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুনগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট সকলকে নিদের্শ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) হামিদুল আলম, বিপিএম, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ ও ঠিকাদারগণ।