
বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জামায়াতে ইসলামীর বিজয়নগর শাখার উদ্যোগে পহেলা মে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১ মে (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলার চান্দুরা ডাকবাংলা মাঠে শ্রমিকদের উপস্থিতিতে দিবসটি উদযাপন করা হয়। আয়োজনটি সঞ্চালনা করেন মুখলেসুর রহমান এবং সভাপতিত্ব করেন চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি লুৎফুর রহমান।
বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শিহাব সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ মাস্টার, লন্ডন প্রবাসী নাসির উদ্দিন, চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। সমাপনী বক্তব্য রাখেন চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শিহাব উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের ওপর গুরুত্বারোপ করেন এবং চান্দুরা ইউনিয়নের সিএনজি স্টেশন নির্ধারিত স্থানে স্থাপনসহ নানা দাবির কথা তুলে ধরেন। পরে জামায়াতে ইসলামীর অর্থায়নে শ্রমিকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।