Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় আলোচিত সেই ছাত্রলীগ নেতা সজল গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় আলোচিত সেই ছাত্রলীগ নেতা সজল গ্রেফতার করেছে পুলিশ

September 12, 2023 06:13:39 PM   জেলা প্রতিনিধি
বগুড়ায় আলোচিত সেই ছাত্রলীগ নেতা সজল গ্রেফতার করেছে পুলিশ

বগুড়া সংবাদদাতা:
বগুড়ার আইএইচটির আলোচিত সেই ছাত্রলীগ নেতা সজল ঘোষকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারাফত ইসলাম। মঙ্গবার দুপুর ২টার দিকে (১২ সেপ্টেম্বর) শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও হোস্টেলের মিল ম্যানেজার আমিনুল ইসলামকে মারপিট করে সজল ঘোষ। এই মারপিটকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রতিষ্টানের সামনে সড়ক অবরোধ করেন। প্রায় দু'ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর প্রশাসনের আশ্বাসে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। তখন থেকেই তারা কলেজের ভিতরে বিক্ষোভ চালিয়ে যান। ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষকে গ্রেপ্তার না করতে পারায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ধাপে ধাপে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন। এর আগে ২৯ আগস্ট থেকে তিন দফা দাবিতে ক্লাস বর্জন করে লাগাতার আন্দোলন করছেন আইএইচটির শিক্ষার্থীরা। দাবিগুলো হলো বহিরাগত সন্ত্রাসীকে আশ্রয় ও প্রশ্রয়দানকারী অধ্যক্ষ ডা. আমায়াত-উল-হাসিনের অপসারণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজিংকারী সজল ঘোষকেগ্রেপ্তার পূর্বক শাস্তি এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

এদিকে অবরোধের কারণে শেরপুর সড়কের আইএইচটির দু'পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। গন্তব্যে পৌঁছাতে ছোট-বড় সব ধরনের যানবাহন প্রধান সড়ক ছেড়ে গলি দিয়ে যাতায়াতের চেষ্টা করে। তবে অ্যাম্বুলেন্সগুলোকে যাতায়াতের সুযোগ করে দিয়েছিল শিক্ষার্থীরা। এতে করে শহরের ভিতরেও সড়কগুলোতে গাড়ির লম্বা লাইন লেগে যায়। অনেকে গাড়ি ছেড়ে ব্যাগ-বস্তা নিয়ে হেঁটে রাস্তা পার হয়ে যান। পরবর্তীতে ২ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন শিক্ষার্থী শাহরিয়ার হাসান। সোমবার (১১ সেপ্টেম্বর) অধ্যক্ষকে সরিয়ে বাগেরহাট নেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সমালোচিত সেই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।