
নবাবগঞ্জ সংবাদদাতা:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার নামকরনে দিনাজপুরের নবাবগঞ্জের আশুড়ার বিলের কাঠের সেতু। উপজেলা প্রশাসনের উদ্দোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা নামে এই সেতু নামকরন করেছেন স্থানীয় প্রশাসন। যে সেতুটি দেখার জন্য প্রতিদিন পর্যটকরা আসছে দিিৃষ্টনন্দন আশুড়ার বিলে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আশুড়ার বিল। এ বিলকে ঘিরে ১৭ শত হাজার কোটি টাকার এক ম্যাগা প্রকল্প কর্তৃপক্ষর বরাবরে প্রেরন করেছে উপজেলা প্রশাসন।
বিলের পশ্চিম দিকে স্থাপিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার নামের কাঠের সেতু। আজকে তাঁর ৯২ তম জন্ম বার্ষিকী অনুষ্ঠানে সেতুটি নিয়ে আলোক পাত করেন বক্তারা। এদিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা সেলাই মেশিন ও অসহায় নারীদের মাঝে নগদ অর্থ বিতরন করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেস সোম।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। আরো বক্তব্য রাখেন উপজেলাা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম উপজেলা সাব রেজিস্ট্রার মোছাঃ নাফিসা নাওয়াল প্রভা, পুটিমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান।
এতে উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শেষে এক মিনিট নিরবতা পালন করে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে আওয়ামী লীগের নবাবগঞ্জ দলীয় অফিসে সেখানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদদ সদস্য মোঃ শিবলী সাদিক।