
বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. রানা মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. রানা মিয়া সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৮টায় বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নির্দেশনায় এসআই মশিউর রহমান খান ও এএসআই মাহমুদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিমপুর (রেল লাইনের পূর্ব পাশে সাহারিয়ার বাড়ির পাশে) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে। বিজয়নগরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।