Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাথরুমে বসে স্ত্রীর অপকর্ম অবলোকন করে পরকীয়া প্রেমীককে হত্যা, স্বামী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

বাথরুমে বসে স্ত্রীর অপকর্ম অবলোকন করে পরকীয়া প্রেমীককে হত্যা, স্বামী গ্রেফতার

November 05, 2024 02:42:34 PM   জেলা প্রতিনিধি
বাথরুমে বসে স্ত্রীর অপকর্ম অবলোকন করে পরকীয়া প্রেমীককে হত্যা, স্বামী গ্রেফতার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর প্রেমিককে হত্যা ও স্ত্রীকে গুরুতর আহত করার ঘটনায় স্বামী আজিজ মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী কোম্পানি ক্যাম্প। গত ৪ অক্টোবর ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন কাঠাল ইউপি এলাকা থেকে আজিজ মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজ মিয়া (৩৪) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রাজবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে। নিহত প্রেমিক আশরাফুল ইসলাম (২৫) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আসগ্রাম এলাকার মোঃ ওহাব বিশ্বাসের ছেলে। আজিজ মিয়া পেশায় রাজমিস্ত্রী ঠিকাদার এবং আহত স্ত্রী তসলিমা আক্তার (৩০) পোশাক শ্রমিক। তারা গাজীপুরের শ্রীপুর থানার চন্নুপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

গত ৪ নভেম্বর সকালে আজিজ মিয়া ধারালো বটি দা দিয়ে আশরাফুল ও তসলিমাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই পরকীয়া প্রেমিক আশরাফুল মারা যান এবং স্ত্রী তসলিমা গুরুতর আহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় আজিজ মিয়া ও মোঃ হারুন অর রশিদকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী কোম্পানি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম।

সংবাদ সম্মেলনে মেজর জুন্নুরাইন বিন আলম জানান, আট বছর আগে আজিজ ও তাসলিমা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গাজীপুরের চন্নুপাড়া এলাকায় বসবাস শুরু করেন। তার স্ত্রী তসলিমা নিহত আশরাফুলের এস.এস নামক গার্মেন্টসে চাকরি করতেন, যার সুবাদে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন।

ঘটনার দিন আজিজ কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান এবং তার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ভুলে রেখে আসেন। পরে ওই সরঞ্জাম নিতে এসে স্ত্রী ও আশরাফুলের ফোনে কথোপকথন শোনেন। আজিজ শুনতে পান, তসলিমা আশরাফুলকে বাসা ফাঁকা বলে জানাচ্ছে এবং তাকে বাসায় আসতে বলছে।

পরে আশরাফুল বাসায় এসে ঘরের দরজা বন্ধ করে টিভির ভলিউম বাড়িয়ে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন। আজিজ তাদের বাথরুম থেকে অবলোকন করেন এবং রাগান্বিত হয়ে ধারালো বটি দা দিয়ে তাদের কুপিয়ে জখম করেন। এ সময় ঘটনাস্থলেই আশরাফুল মারা যান এবং তসলিমা গুরুতর আহত হন।

সংবাদ সম্মেলনে মেজর জুন্নুরাইন বিন আলম আরও জানান, গ্রেফতার আসামী আজিজকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।