
নওগাঁর বদলগাছীতে প্রধান সড়কের ব্রিজের নিচ থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজের নিচে থেকে মাংসের প্যাকেটগুলো উদ্ধার করা হয়। তবে মাংসগুলো কিসের তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
স্থানীয়রা জানায়, বদলগাছী-আক্কেলপুর প্রধান সড়কের বিষ্ণুপুর ব্রিজের নিচে মাংসের প্যাকেটগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য স্থানীয় বাসিন্দাসহ আশেপাশের এলাকার কৌতূহলী মানুষ ভিড় জমায়। প্যাকেটগুলো স্বচ্ছ পলিথিনে মোড়ানো ছিল, তবে কোন প্রাণীর মাংস তা এখনো পরিষ্কার নয়।
প্রত্যক্ষদর্শীরা অনেকেই ধারণা করছেন, হয়তো রাতের আঁধারে ব্রিজের উপর থেকে কেউ এসব মাংস ফেলে গেছে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে মাংসগুলো উদ্ধার করা হয়েছে। তবে প্যাকেটে কিসের মাংস আছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।”