
ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার গড়াই নদীর চরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। এ সময় তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তার। গত ১৩ জানুয়ারি বিকালে মিশুক আহমেদ নামের এক ছেলেবন্ধুর সাথে ঘুরতে যায় ওই কলেজ ছাত্রী। এ সময় কতিপয় দুষ্কৃতিকারী তাদেরকে আটক করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রর্দশন করে ও চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে রাজি না হওয়ায় দূষ্কৃতিকারীরা মেয়েটিকে একদিকে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে তারা দূষ্কৃতিকারীদেরকে নগদ ১,০০০/-টাকা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩,০০০/-টাকা, মোট ৪,০০০/-টাকা চাঁদা দিয়ে ও আরো চাঁদা দেওয়ার সত্ত্বে ছাড়া পায়।পরদিন দূষ্কৃতিকারীরা পুনরায় ভিক্টিমদেরকে ফোন করে আরও টাকা দাবি করে না দিলে বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে এ ঘটনার সাথে জড়িত মো: আসিফ হোসেন(২৪), মো: মেহেদী হাসান(২২), মোঃ সোহাগ ইসলাম(২৪), ৪.মোঃ কবির শেখ(১৯) কে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।