
নাটোর প্রতিনিধি:
নাটোরের বনপাড়া পৌরসভার ১৯ লক্ষ টাকা ব্যয়ে মার্কেট ও রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে লোকাল গভারমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট (LGCRRP) এর অধীনে এই সংস্কার কাজের উদ্বোধন করেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কে এম জাকির হোসেন।
এ সময় বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, পৌর উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল,পৌর কাউন্সিলর শরিফুন্নেছা শিরিন, মোস্তাফিজুর রহমান মাসুদ, সোনাভান বেগম, আগষ্টিন কস্তা, বনপাড়া বাজারের ব্যবসায়ী বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র জাকির হোসেন বর্তমান সরকারের চৌদ্দ বছর শাসনামলের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। পাশাপাশি তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবেন বলে সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।
উল্লেখ্য পৌরসভার টিনসেড মার্কেট সংস্কার করণ কাজে-৬৯৭৫৬১.০০ (ছয় লক্ষ সাতানব্বই হাজার পাঁচ শত একষট্টি টাকা), বনপাড়া বাজার টয়লেট, বাসস্ট্যান্ড টয়লেট, জিরো পয়েন্ট টয়লেট এবং বাইপাস টয়লেট সংস্কার করণ কাজে-৯৪৪৩৭২.০০ (নয় লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশত বাহাত্তর টাকা) এবং পৌরসভার সামনে রাস্তা ও মালিপাড়া রোডের রাস্তা সংস্কার কাজে-৩০৯৩৭৪.০০ (তিন লক্ষ নয় হাজার তিন শত চুয়াত্তর টাকা) হিসেবে সর্বমোট ১৯,৫১,৩০৭.০০ (উনিশ লক্ষ একান্ন হাজার তিনশত সাত টাকা) ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মৌসুমি ট্রেডার্স কার্যাদী সম্পন্ন করবে।