
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় ভুট্টা ক্ষেতকে বন্যপ্রাণীর হাত থেকে রক্ষার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে স্বামী-স্ত্রী ইদ্রিস খাঁ (৬৫) ও শেফালী বেগম (৬০) নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পদ্মাসেতু দক্ষিণ থানাধীন বালিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস ওই এলাকার মৃত মঙ্গল খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস ও শেফালী দম্পতি তাদের ভুট্টা ক্ষেত রক্ষার জন্য বন্যপ্রাণী তাড়াতে বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন। প্রতিদিন সকালে ফসল দেখতে গিয়ে ফাঁদে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যেতেন। কিন্তু ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে ভুলে যান তারা। সকালে ক্ষেত দেখতে গিয়ে ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে যান। স্বামীকে বাঁচাতে গিয়ে শেফালী বেগমও বিদ্যুৎস্পর্শ হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম বলেন, বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।