Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বন্যার্তদের মাঝে নতুনধারার ত্রাণ বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বন্যার্তদের মাঝে নতুনধারার ত্রাণ বিতরণ

August 30, 2024 08:51:20 PM   অনলাইন ডেস্ক
বন্যার্তদের মাঝে নতুনধারার ত্রাণ বিতরণ

 

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে নতুনধারা বাংলাদেশ এনডিবির ৪ দফায় ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ২৬ আগস্ট শুরু হওয়া এই কর্মসূচির চতুর্থ দফায় আজ শুক্রবার ত্রাণ বিতরণ করা হয়।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে এবং সংগঠনের নেতৃবৃন্দের সক্রিয় সহযোগিতায় ফেনী জেলার দাগনভূঞার সিলোনিয়া, রাজাপুরসহ বিভিন্ন দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকালে সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, শান্তা ফারজানা এবং সদস্য আল আমিন বৈরাগী উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বন্যার শুরু থেকে ফেনী জেলাসহ বিভিন্ন এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পঞ্চম দফায় ফেনীতে আরো ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে। ত্রাণ তহবিলে সহায়তা করতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুনধারার ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ/নগদ নম্বরে অর্থ পাঠাতে পারেন।

ত্রাণ তহবিলে সরাসরি খাদ্য বা অন্যান্য সামগ্রী প্রদান করতে হলে, তা ২৭/৭ তোপখানা রোড, ঢাকা ঠিকানায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন নতুনধারার মিডিয়া সেলের সদস্য সাবিনা আক্তার তুরিন।