
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “আমার বিরুদ্ধে ২২৬টি মামলা হয়েছে, তাই ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি” – এমন বক্তব্যের একটি অডিও ক্লিপ নিয়ে তদন্তে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার (৩০ এপ্রিল) শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
তিনি বলেন, “অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে এমন মন্তব্য শোনা যায়। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটি ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে কণ্ঠটি শেখ হাসিনার।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে হস্তক্ষেপ’ এবং ‘হুমকি’ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
এ বিষয়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে ১৫ মে’র মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক।
এছাড়া, জুলাই-অগাস্টে আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
অন্যদিকে, আশুলিয়ায় গুলি করে এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় জড়িত সন্দেহে দুই পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনের শুনানিতে, স্বামীর অসুস্থতার কারণে প্যারোলে জামিন চেয়ে সাবেক মন্ত্রী দীপু মনির করা একটি আবেদনও আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।