
নিজস্ব প্রতিবেদক:
কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও সর্বোচ্চ প্রস্তুতি থাকা জরুরি বলে মনে করেন তিনি।
আজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “এমন বিশ্বে আমরা বাস করি, যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি ঘোরাফেরা করে। ভারত-পাকিস্তান বর্তমানে ‘যুদ্ধ হই হই অবস্থায়’ রয়েছে। সকালের খবরে এমনটাও এসেছে—হয়তো আজকেই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। এখানে আধাআধি প্রস্তুতির কোনো সুযোগ নেই।”
তিনি নিজেকে একজন যুদ্ধবিরোধী মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, “আমি ব্যক্তিগতভাবে যুদ্ধ চাই না। পৃথিবীতে কোনো যুদ্ধ হোক, এটা আমাদের কাম্য নয়। কিন্তু তবুও এমন এক বাস্তবতায় আমরা বসবাস করি, যেখানে প্রস্তুতি ছাড়া থাকা ঝুঁকিপূর্ণ।”
যুদ্ধপ্রস্তুতির বিরুদ্ধাচরণ প্রসঙ্গে তিনি বলেন, “অনেকেই বলেন যুদ্ধের প্রস্তুতিই যুদ্ধ ডেকে আনে—এই ধারণার ঘোরতর বিরোধিতা করি। কারণ বর্তমান বৈশ্বিক বাস্তবতায় প্রস্তুতি না রাখাটা নিতান্তই অবিবেচকের কাজ।”
তিনি আরও বলেন, “বিগত সরকারের সময় যা সামরিক শক্তি ছিল, তা লুটপাটে নিঃশেষ হয়ে গেছে। এই অবস্থায় আমাদের একটি সামগ্রিক কৌশল ঠিক করতে হবে। শান্তির পথে আমরা হাত বাড়িয়ে রাখব, তবে প্রস্তুতিটাও সর্বদা থাকতে হবে।”