Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

February 28, 2025 07:04:35 PM   অনলাইন ডেস্ক
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে পাওয়ার ট্রলির ধাক্কায় জুনায়েদ সিদ্দিকী নিশাত (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গড়েয়া রোডের চণ্ডীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ সিদ্দিকী নিশাত দক্ষিণ সালন্দর এলাকার নুরুজ্জামানের ছেলে। আহত পার্থ (১৮) পৌর শহরের শান্তিনগর এলাকার নিতাই বর্মনের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম জানান, মোটরসাইকেলটি ঠাকুরগাঁও থেকে গড়েয়া যাচ্ছিল, আর পাওয়ার ট্রলিটি গড়েয়া থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। চণ্ডীপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিশাত মারা যান এবং পার্থ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।