
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ আরও একটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক বিক্রেতাকে ইয়াবার চালানসহ গ্রেফতার করেছে। কোতয়ালি থানার এসআই আরাফাত রহমান হাসানের নেতৃত্বে শনিবার রাতে শহরের ফলপট্টি এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেল থেকে মো. বাবুল (৪২) এবং সজল ঘরামী (৩২) নামের এই দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার আরও একটি অভিযান চালিয়েছিলেন পুলিশ কর্মকর্তা আরাফাত হাসান। তিনি ওই দিন রাতে শহরের ১২ নম্বর ওয়ার্ড থেকে ফয়েজ নামের নব্য এক মাদকবিক্রেতাকে ৪০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
এসআই আরাফাত হাসান জানান, বাবুল পটুয়াখালীর বাউফলের কালিশুরী এবং সজল ঘরামীর বাড়ি বাকেরগঞ্জের ভাসশালা গ্রামে হলে তারা দীর্ঘদিন ধরে বরিশাল নগরীতে মাদক সরবরাহ করে আসছিল। অনুরুপ কায়দায় শনিবার রাতেও তারা বরিশালে মাদকের ওই চালানটি কাউকে দিতে আসছিল, সেলক্ষে দুজন ফলপট্টির বিসমিল্লাহ হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অবস্থান নেয়। এই তথ্য বিভিন্ন মাধ্যম নিশ্চিত হয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে হানা দিয়ে ইয়াবার চালানটিসহ দুজনকে গ্রেপ্তার করেন।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, বরিশালে সপ্তাহখানেক ধরে মাদকবিরোধী অভিযান চলছে, এতে অসংখ্য ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে, উদ্ধার হয়েছে বড় বড় মাদকের চালান। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে শনিবার রাতে ফলপট্টি রোডের বিসমিল্লাহ হোটেল থেকে ১ হাজার পিস ইয়াবাসমেত ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা গ্রহণ পরবর্তী রোববার তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়।