বরিশালে এক নারীর উপর সংঘটিত গণধর্ষণের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
আদালতের সহকারী মো. আজিবুর রহমান জানিয়েছেন, রায় ঘোষণার সময় তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, তবে মামলার প্রধান আসামি রোকন খান এখনও পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৬ সালের ১০ নভেম্বর, যখন বরিশাল নগরের রূপাতলী এলাকায় রোকন খান, জাহিদ হাওলাদার, রাসেল গাজী ও রাজিব জমাদ্দার এক নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।
আদালতে মামলার সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন ও শুনানি শেষে বিচারক রবিবার দুপুরে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই রায় মামলায় ন্যায়ের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।