
শামীম হোসেন:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে প্রধান করে ৯ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে।
এর মধ্য দিয়ে আসন্ন সিটি নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে যে বিরোধ এবং সংঘাতের আশঙ্কা করা হয়েছিল, তার অবসানের ইঙ্গিত মিলেছে। এর আগে গাজীপুর সিটি নির্বাচনের জন্য একই ধরনের টিম গঠন করে আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১৭ মে) সকালে দলটির কেন্দ্রীয় নেতারা গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এর পরই বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ওই অঞ্চলের কেন্দ্রীয় নেতাদের আসন্ন সিটি নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেন শেখ হাসিনা। তিনি বিপুল ভোটে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এ বিভাগের কেন্দ্রীয় নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।
দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা বলে গণভবন থেকে বের হয়ে আসার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন।
ছবিতে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এক কাতারে দাঁড়িয়ে আছেন।
ছবির ক্যাপশনে বলা হয়, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং বরিশাল আওয়ামী লীগের দিকপালেরা একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) বিপুল ভোটে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার শুভসূচনা করেন।’ ছবিটি গণভবনের ভেতরে তোলা বলে কেন্দ্রীয় একটি সূত্রে জানা গেছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগ গঠিত টিমে যারা আছেন : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের টিমে আবুল হাসানাত আবদুল্লাহকে প্রধান করা হয়েছে।
টিমের সমন্বয়ক আফম বাহাউদ্দিন নাছিম ও যুগ্ম সমন্বয়ক আফজাল হোসেন। সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান ও গোলাম কবির রাব্বানী চিনুকে কমিটির সদস্য করা হয়েছে।