Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে হেযবুত তওহীদের গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে হেযবুত তওহীদের গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত

September 28, 2023 09:50:35 AM   জেলা প্রতিনিধি
বরিশালে হেযবুত তওহীদের গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত

জামাল কাড়াল, বরিশাল:
উগ্রবাদ, ধর্মান্ধতা, ধর্মব্যবসা, অপরাজনীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, হুজুগ, গুজব এবং নারী নির্যাতনসহ সকল অন্যায়, অবিচারের বিরুদ্ধে দেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায়  বরিশাল মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে বুধবার মহানগরের বিভিন্ন স্থানে ‘বাংলাদেশ সহ সমগ্র মানবজাতির সংকট ও পরিত্রাণের পথ’ নামে হ্যান্ডবিল নিয়ে একটি গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ হেযবুত তওহীদের এই মহতী কার্যক্রমকে সাধুবাদ জানান এবং হেযবুত তওহীদের বক্তব্যের সাথে সমর্থন প্রকাশ করেন। কার্যক্রমের অংশগ্রহণ করেন, হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির জনাব মো: আল আমিন সবুজ, বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. কবির মৃধা, মহানগর সভাপতি নূর মোহাম্মদ আরিফ, বরিশাল বিভাগীয় সহকারী নারী বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার বিউটি, বরিশাল মহানগর হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক অনামিকা হক প্রমূখ। গণসংযোগ চলাকালে আয়োজিত সমাবেশে হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির মোঃ আল আমিন সবুজ বলেন, “পৃথিবীতে চলমান অন্যায় , অবিচার, যুদ্ধবিগ্রহ, রক্তপাত এবং অশান্তি থেকে যদি মানবজাতি পরিত্রাণ পেতে চায় , তাহলে মানুষের তৈরি হুকুম বিধান বাদ দিয়ে সমগ্র মানবজাতিকে আল্লাহর দেওয়া হুকুম বিধানের উপর ঐক্যবদ্ধ হতে হবে।” এসময় বরিশাল মহানগর হেযবুত তওহীদের  বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।