Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

November 25, 2024 11:27:25 AM   উপজেলা প্রতিনিধি
বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশ এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, এসআই পেয়ার আহম্মেদের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. হোসেনকে (পিতা- মৃত ফরিদ আহমদ) গ্রেফতার করে। তিনি বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের বাশিয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, এসআই কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্সসহ আরেকটি পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিমকে (৩২) গ্রেফতার করেন। ইব্রাহিম বাঁশখালীর উত্তর জলদী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার পিতার নাম বাদশা মিয়া।

গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে।