
বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালীতে শাহ আলম (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার সেকেন্ড অফিসার কায়কোবাদ।
নিহত শাহ আলম সাতকানিয়া থানাধীন ১৬নম্বর সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রুপ কানিয়া ৯নম্বর ওয়ার্ডের মাইজপাড়া জাহাঙ্গিরের বাড়ীর মৃত নূর মোহাম্মদের পুত্র।
জানা গেছে, নিহত শাহ আলম বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ মায়ের দোয়া বেকারিতে শ্রমিকের কাজ করতো। এখানে সে প্রায় দুই বছর ধরে আছেন।
বৃহস্পতিবার দুপুরে ওই বেকারিতে ভাত খেতে বসে শাহ আলম। সেখানের আরেকজন শ্রমিক উপজেলার স্থানীয় পূর্ব-জলদী লস্কর পাড়া সিন্নিপুকুর পাড় এলাকার মাহাবুব আলমের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি হয়। বিষয়টি জেনে বেকারির মালিক এজহারুল হক দুইজনকে ডেকে সরিয়ে দেন। পরেরদিন সকালে প্রায় সাড়ে পাঁচটার দিকে দেখা যায় বেকারিতে শাহ্ আলম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।