
ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের সাহিত্য সমাবেশ ও 'শিল্পিত' সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাধারণ মিলনায়তনে ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও বাংলা একাডেমি ফেলো ডা. মোহিত কামাল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লেখক, গবেষক ও সাবেক বিটিআরসি চেয়ারম্যান ডা. শাজাহান মাহমুদ।
ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের সভাপতি রাজিয়া রহমানের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক শেলী সেনগুপ্ত।
ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজা রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ও সমাজসেবক, প্যারামাউন্ট এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা এনামুল হক সরকার।
আরও উপস্থিত ছিলেন, ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের উপদেষ্টা এস এম সামসুল হুদা।
বিশেষ অতিথি এনামুল হক সরকার তার বক্তব্যে বলেন, “সাহিত্য চর্চা শুধু মনের খোরাকই নয়, এটি সমাজকে আলোকিত করার একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন বিষয়কে তুলে ধরতে পারি।”
ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের উপদেষ্টা এস এম সামসুল হুদা বলেন, “ভাষা ও সাহিত্য একটি জাতির পরিচয়। এর সংরক্ষণ ও উন্নয়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”