
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার ১৪নং ওয়ার্ডে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশের আয়োজনে শনিবার বিকালে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সানোয়ার জাহানের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) রেজওয়ান আহমেদ, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিএমপি'র সদর সহকারী পুলিশ কমিশনার, সদর জোন মোঃ ফাহিম আসজাদ। সঞ্চালনায় ছিলেন- ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোয়েব আল আসাদ মনির। এসময় ওয়ার্ডের সর্ব-সাধারণ ব্যাপক উৎসাহের সাথে সমাবেশে অংশগ্রহণ করেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন।
বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সানোয়ার জাহান বলেন- জনসাধারণের জন্য বাসন থানা সর্বদাই উন্মুক্ত। এলাকাকে অপরাধ মুক্ত করতে বাসন থানা পুলিশ একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে।
উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ বলেন- ছিনতাই, মাদক, চুরিসহ সর্বপ্রকার অপরাধ কার্যকম নির্মূল করতে ১৪নং ওয়ার্ডে পুলিশি তৎপরতা আরো বৃদ্ধি করা হবে। অপরাধীদের সনাক্ত করতে এলাকার সিসি ক্যামেরা স্থাপনে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি।