Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, কাল ‘ঢাকা ব্লকেড’ ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, কাল ‘ঢাকা ব্লকেড’ ঘোষণা

February 27, 2025 12:32:10 PM   অনলাইন ডেস্ক
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, কাল ‘ঢাকা ব্লকেড’ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদ ও নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতের অভিযোগে আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার রাতে রাজধানীর বাংলামটরের মূল সড়ক অবরোধ করে এ কর্মসূচির ঘোষণা দেন তাঁরা। শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতি বন্ধ করতে হবে।

মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা মুছে ফেলার চেষ্টা চলছে, যা প্রতিহত করা হবে।

তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি নিয়ে সমাধান না হলে ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর রাত ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ আত্মপ্রকাশ ঘিরে হামলার প্রতিবাদেই এ কর্মসূচি দেওয়া হয়েছে। আজ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।