Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিস্কিটের লোভ দেখিয়ে শিক্ষক কর্তৃক মাদ্রাসাছাত্রকে ধর্ষণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিস্কিটের লোভ দেখিয়ে শিক্ষক কর্তৃক মাদ্রাসাছাত্রকে ধর্ষণ

September 14, 2022 11:21:30 PM  
বিস্কিটের লোভ দেখিয়ে শিক্ষক কর্তৃক মাদ্রাসাছাত্রকে ধর্ষণ

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিশু ছাত্র ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ধর্ষণের ঘটনা ধর্ষিত ছাত্রের বাবা বাদী হয়ে গাজীপুর মহানগরের গাছা থানায় মামলা দায়ের করলে, ধর্ষক মাদ্রাসা শিক্ষক সহ আরো তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ধর্ষণকারী শান্ত ইসলাম ওরফে আঃ রহমান(২২) গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা এলাকার মঈদুল ইসলাম হামীয়ুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক।

ধর্ষিত ছাত্রের অভিযোগ, চকোফোন বিস্কিটের লোভ দেখিয়ে গত ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষক শান্ত ইসলাম তার বিছানায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর বাবা মাদ্রাসার প্রিন্সিপাল সহ অন্য শিক্ষকদের জানালে তারা সমাধানের কথা বলে কালক্ষেপন করেন। পরবর্তীতে ওই শিশুর পিতা থানায় অভিযোগ ও পরে মামলা দায়ের করেন।

গাছা থানা পুলিশ জানায়, ওই শিশুর পিতা মোঃ বাচ্চু মিয়ার অভিযোগের ভিত্তিতে ধর্ষক মাদ্রাসার শিক্ষক শান্ত ইসলামকে আটকে করতে গেলে ওই মাদ্রাসার প্রিন্সপাল সহ অন্য দুই ব্যক্তি পুলিশকে বাঁধা প্রদান করেন।

পুলিশ আরো জানায়, পুলিশের কাজে বাঁধা প্রদানের জন্য ধর্ষক সহ আরো তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।