
ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে নারীসহ দুইজনকে গাজাসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল দশটার দিকে গঙ্গা-কপোতাক্ষ শেচ প্রকল্প জিকে ১ নম্বর ব্রিজের সন্নিকটে তাদের আটক করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম বলেন, এসআই বিশ্বজিৎ কুমার এবং এ এস আই মাজেদুর ইসলাম সহ কনস্টেবল তারাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এক নারী ও এক পুরুষ এর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। আটককৃত দুই মাদকব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।