Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ভারতে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সালথায় বিক্ষোভ-মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভারতে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সালথায় বিক্ষোভ-মিছিল

September 27, 2024 07:52:28 PM   উপজেলা প্রতিনিধি
ভারতে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সালথায় বিক্ষোভ-মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (স.) কে কটুক্তি এবং বিজেপি নেতা কর্তৃক সেই বক্তব্য সমর্থন করায় ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নবী প্রেমীদের ঢল নামে। স্থানীয় তৌহিদী জনতার আয়োজনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুময়া উপজেলা সদরের বাইপাস সড়কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা শাহ আকরাম আলী শাইখুল হাদিস ও মোহতামিম বাহিরদিয়া মাদ্রাসা। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি মুফিজুর রহমান, ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, ইউসুফদিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু সায়েম, আল্লামা জহুরুল হক (র:) মাদ্রাসা সালথা এর মোহতামিম হাফেজ মাওলানা নেছারউদ্দিন, সালথা চৌধুরী বাড়ী জামে মসজিদের ঈমাম হাফেজ এনামুল হাসান, শিক্ষার্থীদের পক্ষে মাহাতাব মুন্সী প্রমুখ।

ভারতে রাসুল (স:) কটুক্তির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, নবী করিম (স:) মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মাথার তাজ তাকে নিয়ে পৃথিবীর কোথাও কোন কটূক্তি হলে কোন মুসলমান চুপ থাকবে না। আমরাও বসে থাকবো না, যতক্ষণ পর্যন্ত এই ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। প্রয়োজনে আমরা ভারত অভিমুখে লংমার্চ করবো। বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই আপনারা কুটনৈতিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানান। এদেশের মুসলমানদের মনের কথা আপনারা তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, এদেশের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আমাদের কোন অভিযোগ নেই। সবাই সবার ধর্ম পালন করবে। আমারা আমাদের মত চলবো। তবে ইসলাম নিয়ে কোন কুচিন্তা করিয়েন না। নবী করিম (স:) এদেশের মুসলমানরা সব কিছুই করতে পারে। আমরা নবী প্রেমিকরা থাকতে আমাদের প্রিয় নবীকে নিয়ে কোন কটুক্তি করা চলবে না। দুনিয়া ও আখিরাত নবী প্রেমীদের। আমাদের শরীরে শেষ রক্ত বিন্দু থাকতে আমরা প্রতিবাদ করে যাবো। অতয়েব ইসলাম ও নবী করিম (স:) নিয়ে কোন কিছু বলার দুঃসাহস দেখায়েন না। আমরা নবী প্রেমিকরা সব সময় মাঠে আছি।