
টঙ্গী প্রতিনিধি:
মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শেখ মো. সুমন বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে দেশ স্বাধীন হয়েছিল এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।" তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় বিএনপির কার্যালয়গুলোতে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভির আহম্মেদ রাজন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স, গাজীপুর মহানগর যুবদলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আলআমিন ইসলাম আকাশ, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিম, ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কানন, রবিন, হাবিব, রিফাত, আমান প্রমুখ।