
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির পানিঘাটা গ্রামে আপন দুই ভাইকে গলাকেটে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতরা হচ্ছে একই গ্রামের মঞ্জুর মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩০) ও তার ছোট ভাই হৃদয় মোল্যা (১৮)। রোববার সকালে নিহতদের বাড়ির পাশে সরিষা ক্ষেতে এই মরদেহ পাওয়া যায়।
সবুজ মোল্যা পেশায় একজন মুদি ব্যবসায়ী ও হৃদয় মোল্যা একজন স্কুল ছাত্র। এলাকাবাসির খবরের ভিত্তিতে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০/১২/২৩ তারিখ শনিবার রাতে তাদের দুজনকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে ডেকে নিয়ে এই নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে বলে তার দাবি করেন। তাদের দুজনকেই দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে দুজনের মরদেহ বাড়ীর নিকটবর্তী একটি মাঠে ফেলে রেখে যায়। ভোরে এলাকাবাসি মরদেহ দুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে এগুলো উদ্ধার করে।
এ বিষয়ে মাগুরা জেলার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনার সাথে জড়িত সন্দেহ ভাজন দুজনকে আটক করা হয়েছে।ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারনে প্রতিবেশী দ্বারা এ ঘটনা ঘটতে পারে। সঠিক ঘটনা উদ্ঘাটনের জন্য পুলিশ কঠোর তদন্ত চালিয়ে যাচ্ছে।