
মাগুরা প্রতিনিধি:
মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া ইয়াসমিন মাইসাকে হত্যার চেষ্টাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। সোমবার সকালে তারা এ মানববন্ধন করে। এ বিষয়ে মাইশার মা রেহানা খাতুন বাদী হয়ে গত ১০ আগস্ট মাগুরা আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ জুলাই মাইসাকে মাগুরা শহরে শাহপাড়ার একটি অনুষ্ঠান থেকে মিথ্যা বলে ডেকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্টেডিয়াম পাড়ার ইব্রাহিম (২২)। এ আর রাফি (২১) পিতা কাওছার আলী, তালহা জুবায়ের পিতা কামরুল ইসলাম এবং চাউলিয়া বাসস্ট্যান্ড বটতলার সাজ (২২) তুলে নিয়ে যায়। তারা মাইসাকে স্টেডিয়ামের ইনডোরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে, এতে মাইসা বাধা দিলে তাকে বিড়ির আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেয় এবং তাকে হত্যার উদ্দেশ্য মাথায় কোপানোর পর মৃত্যু ভেবে তাকে রেখে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা মেডিকেল এরপর ফরিদপুর মেডিকেল এখন তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
মাইসার বাবা তৌহিদুল ইসলাম বলেন, ইব্রাহিম দীর্ঘদিন যাবৎ আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে এতে আমার মেয়ে রাজি না হওয়ায় ইব্রাহিম তার বন্ধুদের সাথে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।