মেটা ঘোষণা দিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের স্ট্যান্ড-অ্যালোন ডেস্কটপ অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। ওই তারিখের পর থেকে ব্যবহারকারীরা আর ডেস্কটপ অ্যাপের মাধ্যমে মেসেঞ্জারে লগ ইন করতে পারবেন না। বিষয়টি প্রথমে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তন শুধুমাত্র ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। মোবাইল অ্যাপ কিংবা ওয়েব সংস্করণে মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। ডেস্কটপ অ্যাপে লগইন বন্ধ হয়ে গেলে ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ওয়েব সংস্করণ বা ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারে পুনর্নির্দেশ করা হবে।
মেসেঞ্জারের হেল্প পেইজে বলা হয়েছে, ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীরা খুব শিগগিরই একটি ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন, যা ‘ডিপ্রেকেশন প্রক্রিয়া’ শুরুর ইঙ্গিত দেবে। নোটিফিকেশন পাওয়ার পর ব্যবহারকারীরা আরও ৬০ দিন ম্যাক মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করতে পারবেন। সময়সীমা শেষ হলে অ্যাপটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে মেটা ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে—অ্যাপটি আগে থেকেই মুছে ফেলার জন্য।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, মেটা এই সিদ্ধান্ত নিয়েছে মূলত রক্ষণাবেক্ষণ খরচ কমানো, নিরাপত্তা জোরদার করা এবং মাল্টিপ্ল্যাটফর্ম জটিলতা হ্রাসের উদ্দেশ্যে। তবে প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো কারণ প্রকাশ করেনি।
মেটার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো ডেস্কটপ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও নিরাপদ, স্থিতিশীল এবং উন্নত করা। যদিও অনেক ব্যবহারকারী এই পরিবর্তনকে অসুবিধাজনক বলে মনে করতে পারেন, মেটা বিশ্বাস করে—দীর্ঘমেয়াদে এটি তাদের জন্যই ইতিবাচক প্রভাব ফেলবে।