
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস)-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মনোনীত হওয়ায় চট্টবাণী পত্রিকার উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টবাণী সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নুরুল কবির। ইন্টারন্যাশনাল মিডিয়ার পরিচালক মুনীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন দি ডেইলি পিপলস্ ভিউ সম্পাদক ও কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মঈনুউদ্দিন কাদেরী শওকত। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সংবাদমাধ্যমকে মাফিয়াদের কবল থেকে রক্ষা করতে হলে নতুন প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তর করা জরুরি। গণমাধ্যমের নৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সকল মহলকে একত্রে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ওসমান গণি মনসুর; মুক্তিযুদ্ধে অবদান মঈনুউদ্দিন কাদেরী শওকত; সাংবাদিক ও সম্পাদকদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় মিজানুর রহমান চৌধুরী; সাতকানিয়ায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনে ভূমিকা রাখায় সৈয়দ আবদুল মাবুদ; প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মুনীর চৌধুরী।
এই সংবর্ধনা অনুষ্ঠান গণমাধ্যমের উন্নয়ন এবং ন্যায়পরায়ণ সাংবাদিকতার চর্চায় নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক হয়ে থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।