Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার প্রধান আসামী গাজীপুরে গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

মানিকগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার প্রধান আসামী গাজীপুরে গ্রেফতার

October 19, 2023 01:16:50 PM   জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার প্রধান আসামী গাজীপুরে গ্রেফতার

আশিকুর রহমান:
মানিকগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যাকাণ্ড ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মধ্যরাতে গাজীপুর মহানগরের গাছা থানাধীন খাইলকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হত্যা মামলার প্রধান আসামী রিপন ওরফে রিপু মিয়া(৩০) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইকশা গ্রামের মো. আবুল কালামের ছেলে। হত্যার শিকার এরশাদ বিশ্বাস (৩৮) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামের মৃত ফুলচা বিশ্বাসের ছেলে। ফুটবল খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, গত ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলে অনুষ্ঠিত মানিকগঞ্জ বনাম টাঙ্গাইল জেলার মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে আসামী রিপু মিয়াসহ অজ্ঞাতনামা আরো পাঁচজন এরশাদ বিশ্বাসকে দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, দা দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে ঘাস ক্ষেতে রেখে পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ঘাস ক্ষেত থেকে এরশাদকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত এরশাদের মা বাদী হয়ে টাঙ্গাইলের নাগরপুর থানায় রিপু মিয়াসহ আটজন ও অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরে থানা পুলিশ আসামীদের গ্রেফতারে র‌্যাব-১ এর সহযোগিতা কামনা করলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরে আত্নগোপনে থাকা রিপু মিয়াকে গ্রেফতার করা হয়।

কোম্পানি কমান্ডার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রিপু মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।