Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে বাসের সাথে অটো রিক্সার সংঘর্ষে নারীসহ নিহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে বাসের সাথে অটো রিক্সার সংঘর্ষে নারীসহ নিহত ২

April 27, 2024 04:08:35 PM   জেলা প্রতিনিধি
ময়মনসিংহে বাসের সাথে অটো রিক্সার সংঘর্ষে নারীসহ নিহত ২

ময়মনসিংহ  সংবাদদাতা:
ময়মনসিংহ সদর উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার যাত্রী এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন।

ময়মনসিংহ সদরের আলালপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার কমল চৌহান (৬৫) ও তার স্ত্রী রত্না চৌহান (৫৫)।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, বেলা ১২টার সময় ময়মনসিংহ সদরের আলালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী মারা যান এবং আহত হন আরও তিন জন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসচালক পালিয়ে গেছে।