
মুলাদী সংবাদদাতা:
বরিশালের মুলাদীতে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) এ অনুষ্ঠানে বিএনপি নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ঢালী বলেন, "১৭ বছর ধরে আওয়ামী লীগ লুটপাট করেছে, কিন্তু ভবিষ্যতে কাউকে লুটপাট করতে দেওয়া হবে না। বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদীনকে নির্বাচনে জয়যুক্ত করতে পারলে মূলাদী-বাবুগঞ্জ-৩ আসনে শান্তি ফিরে আসবে।"
প্রোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদীন। তিনি সকলের দোয়া কামনা করে বলেন, "জনগণের জন্য কাজ করতে চাই, আপনাদের সমর্থন একান্ত প্রয়োজন।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. শাহ আলম হাওলাদার। তিনি বলেন, "সহিংসতার মাধ্যমে রাজনীতি করা যায় না, মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের অভ্যন্তরে দুর্নীতির প্রমাণ পেলেই আমরা ব্যবস্থা নেব।"
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালিত হয়।