
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে লাঙ্গল প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলার জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন অর রশিদ খান, বাটমারা ইউনিয়ান চেয়ারম্যান সালাউদ্দিন অশ্রু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খরসু,মুলাদী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার তালুকদার সহ অনেকেই।
গোলাম কিবরিয়া টিপু জনগণের উদ্দেশ্যে বলেন, সময় তিনি জনগনের উদ্দেশ্যে বলেন তিনি যদি নির্বাচনে বিজয় অর্জন করেন তাহলে সর্ব প্রথম মুলাদী মানুষের চলাচলের রাস্তা পৌল সেতু বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন পাশাপাশি অসহায় মানুষের পাসে এসে দাড়াবেন।মসজিদ থেকে শুরু করে মন্দিরের সকল রকমের সাহায্য সহযোগিতা করবেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে মুলাদী মানুষের পাশে এসে দাঁড়াবেন।